নতুন শিক্ষাক্রমের ৫ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ১৯:৫৩
নতুন শিক্ষাক্রমের ৫ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন শিক্ষাক্রমের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠ্যপুস্তক পরিমার্জনে লেখকদের নিয়ে ৫ দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। আর এ কর্মশালা চলবে আগামী ৩১ তারিখ পর্যন্ত।


২৭ মার্চ, সোমবার আশুলিয়ার ব্রাক সিডিএম সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।


অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফাহাদুল ইসলাম, ড. মুহাম্মদ জাফর ইকবাল, আবুল মোমেন, ড. স্বরোচিষ সরকার, ডক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট লেখক বৃন্দ। এসময় শিক্ষামন্ত্রী বলেন, আমরা পেছনে ফেরত যাবো না বরং সামনে এগিয়ে যাবো।



তিনি বলেন, দুইশ বছর ধরে আমরা প্রশ্ন ও উত্তর প্রদান নির্ভর শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত হয়েছিলাম। যার ফলে মুখস্ত বিদ্যার প্রচলন হয়েছে। মুখস্ত বিদ্যা মনে থাকে না। আমাদের শিক্ষাকে অনন্দময় করা এবং শিক্ষার্থীদের ভাবতে শিখানো ,বিশ্লেষন করতে শিখানো, সবাই মিলে করা এই সমস্ত কিছু নতুন শিক্ষা ক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শিখানো হবে। আর শিক্ষার্থীরা এই ব্যবস্থায় ভীষণ খুশি। শিক্ষকদের একটা বড় সংখ্যা খুশি।


শিক্ষামন্ত্রী আরও বলেন, কেউ কেউ বিরোধীতার জন্য বিরোধীতা করছে। এরমধ্যে বিরোধী রাজনৈতিক দল, কিছু ধর্মীয় দল, কোচিং ব্যবসায় জড়িত, নোট বই, গাইড বই ব্যাবসায় জড়িত এবং কিছু শিক্ষক যারা কোচিং করায় তারা নিজেদের স্বার্থহানির আশঙ্কায় এই কারিকুলাম এর বিরোধিতা করছে।


বিবার্তা/রাসেল/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com