
টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো: হুমায়ুন কবির ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এসময় বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে অংশ নেন তারা।
পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও প্রাইভেট ইউনিভার্সিটি এসোসিয়েশনের চেয়ারম্যান, শেখ কবির হোসেনের সাথে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
বিবার্তা/অহনা মজুমদার/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]