
২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিকের এই পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ কম পেয়েছে ১২ হাজার ৮৮৭ জন। গতবার এ সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯।
এবার ঢাকা বোর্ডে ৬২ হাজার ৪২১ জন, রাজশাহী বোর্ডে ২১ হাজার ৮৫৫ জন, কুমিল্লা বোর্ডে ১৪ হাজার ৯৯১ জন, যশোর বোর্ডে ১৮ হাজার ৭০৩ জন, চট্টগ্রাম বোর্ডে ১২ হাজার ৬৭০ জন, বরিশাল বোর্ডে, ৭ হাজার ৩৮৬ জন, সিলেট বোর্ডে ৪ হাজার ৮৭১ জন, দিনাজপুর বোর্ডে ১১ হাজার ৮৩০ জন, ময়মনসিংহ বোর্ডে ৫ হাজার ২৮ জন, মাদ্রাসা বোর্ডে ৯ হাজার ৪২৩ জন, কারিগরি বোর্ডে ৭ হাজার ১০৪ জন জিপিএ-৫ পেয়েছেন।
বিবার্তা/রাসেল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]