ঢাবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৯
ঢাবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'মলিকুলস্ অব লাইফ ফর সাসটেইনাবিলিটি' শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।


৩ ফেব্রুয়ারি, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলন শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন।


বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, ঢাবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং দিল্লীস্থ সাউথ এশিয়ান ইউনিভার্সিটি যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে দেশ-বিদেশের জীববিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিস) অর্জনের জন্য অন্যতম প্রধান উপাদান হচ্ছে মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা। বর্তমান যুগ হচ্ছে জীববিজ্ঞানের যুগ। এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে তরুণ বিজ্ঞানী, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা নতুন ধারণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জ্ঞান অর্জন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। মানুষের জীবনমান উন্নয়নে জীববিজ্ঞানের উপর অধিকতর মৌলিক গবেষণা পরিচালনার জন্য জীববিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি উপাচার্য আহ্বান জানান।


অধ্যাপক ড. হাসিনা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, নিউ দিল্লীর সাউথ এশিয়া ইউনিভার্সিটির ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ড. সেনখিল কুমার ভানুগোপাল, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এনামুল হক, বিভাগের অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং অধ্যাপক ড. এ এইচ এম নুরুন নবী।


বিবার্তা/সাইদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com