‘অন্তর্ভুক্তিমূলক এক অপূর্ব বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ১৭:০৪
‘অন্তর্ভুক্তিমূলক এক অপূর্ব বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘অন্তর্ভুক্তিমূলক এক অপূর্ব সম্ভাবনাময়ী বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। আমি আশা করবো- আগামী দিনের নটরডেমিয়ানরা পুরানোদের সকল শক্তি, সম্ভাবনাকে ছাড়িয়ে যাক। তারা পৃথিবীর বুকে সেই বাংলাদেশ গড়ুক, যে বাংলাদেশের প্রতিটি সন্তান বুকের মধ্যে ধারণ করবে প্রিয় দেশমাতৃকা। ৩০ লক্ষ মানুষ, যাঁরা একজন একজন করে শহীদ হয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে অপূর্ব এই মাতৃভূমি সৃষ্টি করেছেন। আমাদের নটরডেমিয়ানরা যেন মনে রাখে দু’ লক্ষ মা বোনের নির্মম নির্যাতনের কথা, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা।’


 শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর নটর ডেম কলেজের ৭৪ বছর পূর্তিতে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।


নটর ডেম কলেজের কৃতি এই শিক্ষার্থী প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান অতীতের সোনা ঝরা দিনের স্মৃতি রোমন্থন করে বলেন, ‘কলেজ ক্যান্টিনে একটি ভেজিটাবল রোল তিন/চারজনে ভাগ করে খাওয়া ছিল এক অন্যরকম অনুভূতি। আমরা যখন নব্বই এর দশকে ক্যাম্পাস থেকে বের হয়ে মুড়ির টিনের মতো বাসে পা রেখে গাজীপুরের জয়দেবপুর বেড়াতে যেতাম-এসবই অন্যরকম চ্যালেঞ্জ ছিল। কিন্তু যখনই নটর ডেম কলেজের ক্লাশ রুমে বসতাম। আবদুল হামিদ স্যারসহ নাম করা অনেক শিক্ষক ছিলেন। মুক্তার স্যারের অপূর্ব সেই ক্লাশ, সুশিল স্যারের আকর্ষণীয় ঢঙের ক্লাশ সবাইকে আকৃষ্ট করতো। প্রতিটি ক্লাশের জন্য এক অন্যরকম টান ছিল। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম না, কিন্তু গাজী আজমল স্যারকে চিনতো না, এমন কেউ হয়তো বাংলাদেশেও নেই। এই জায়গাটা কেমন করে এমন হয়েছে ঠিক জানি না। তবে অনেকে মনে করেন সারাদেশে মেধাবী শিক্ষার্থীরা এখানে আসে এবং চলে যায়। আসলে সেটি নয়। নটর ডেম কলেজ শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি সংস্কৃতি, একটি অন্তর্ভুক্তি। এটি একটি কমিটমেন্ট। এর মধ্য দিয়ে শুধু সফল মানুষ হতে হবে সেটি আমাদের শেখায়নি। এখানে প্রতিটি ক্লাশে শেখানো হয়েছে একজন ভালো মানুষ হতে হবে। দেশকে ভালোবাসতে হবে।’


নটর ডেম কলেজ দেশপ্রেমিক নাগরিক তৈরি করে জানিয়ে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘অনেকে বলেন নটর ডেম একমাত্র কলেজ, যেখানে রাজনীতি নেই। রাজনীতি নেই সত্য, কিন্তু নটর ডেম কলেজে গভীর দেশপ্রেম ও মমত্ববোধ আছে। একটু আগে এখানে জাতীয় সংগীত পরিবেশিত হয়েছে। আনন্দলোকে সেই প্রথম দিন শুনেছি, এখনো ৭৪ বছরের ধারাবাহিকতায় তাই চলছে। রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল- সবাইকে ধারণ করে এই কলেজ। ধারণ করে বঙ্গবন্ধু এবং ইতিহাসের সকল মহানায়ককে। এটির কারণ একটি শুদ্ধ সমাজ, বিজ্ঞানমনস্ক সমাজ, প্রযুক্তিবান্ধব আধুনিক সমাজ সৃষ্টির জন্য নটর ডেম কলেজ নিবেদিত প্রাণ হয়ে কাজ করে।’


উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, ‘আমাদের ধর্মচর্চার যে স্থান- চার্চ, মন্দির বা মসজিদ- এসব পবিত্র স্থানে যখন হামলা হয় তখন যেন প্রতিটি নটরডেমিয়ানের বুক আঁতকে ওঠে। কেননা সেই দেশ আমরা চাই না। আমরা চাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের যে যেখানে আছে সবাই মিলে এক অন্তর্ভুক্তিমূলক অপূর্ব সম্ভাবনাময়ী প্রিয় বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো। নটর ডেমের হাতে বিজ্ঞান, প্রযুক্তি, আধুনিক বাংলাদেশ গড়ার নিভৃত যে বাসনার অভীষ্ট লক্ষ্য অনাবরত চলে, সেই পতাকা সবার হাতে হাতে বিজয় কেতন আকারে উড়ে চলুক।’


‘জয়ন্তীর আবাহনে শান্তি-সম্প্রীতির সোপানে’ স্লোগানকে ধারণ করে নটর ডেম কলেজের ৭৪ বছর পূর্তিতে নটরডেমিয়ানদের পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি, নটর ডেম কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান বিজয় এন ডি ক্রুজ, ওএমআই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি।  


বিবার্তা/ রাসেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com