শিরোনাম
সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ২০:২৯
সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুইডেনের স্টকহোমে প্রকাশ্যে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।


মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের হল গেট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।


মানববন্ধনে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিফাত বলেন, "সুইডেনের উগ্রপন্থী দলের এক নেতা দীর্ঘ সময় ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়ে পবিত্র আল-কুরআনে আগুন দিয়েছে, আমরা বলতে চাই তুমি মনে করেছ আমরা মুসলমানরা মরে গেছি, আমাদের রক্ত এখনো ঠাণ্ডা হয় নাই।"


কৃষি বিভাগের চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী মো: নুরুজ্জামান বলেন, "সুইডেনে কোরআনে আগুন দিয়ে সারা বিশ্বের ২০০ কোটি মুসলমানদের কলিজায় আগুন লাগিয়েছ। এই ঘটনায় আমরা ব্যাথিত, আমরা আহত হয়েছি। আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই তারা যদি এই ধরনের কাজ থেকে বিরত না হয় আমরা হাত গুটিয়ে বসে থাকব না"


বিবার্তা/অহনা মজুমদার/বিএম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com