শিক্ষা
ঢাবিতে এস এন বোস-এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ১৫:৫৫
ঢাবিতে এস এন বোস-এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্ববরেণ্য বিজ্ঞানী সত্যেন্দ্র নাথ বোসের ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বোস সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডি এন্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেস-এর উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


২৩ জানুয়ারি, সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


সেন্টারের পরিচালক অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে ভারতের এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এর পরিচালক অধ্যাপক ড. তনুশ্রী সাহা দাশগুপ্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্ববরেণ্য বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন বাঙালি পদার্থবিজ্ঞানী। অসাধারণ গবেষণা কার্যক্রমের মাধ্যমে তিনি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের সংস্পর্শে আসেন এবং আইনস্টাইনের সাথে সম্পৃক্ত হয়ে পদার্থ বিজ্ঞানের গবেষণাকে আরও সমৃদ্ধ করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।


তিনি আরও বলেন, সত্যেন বোস মৌলিক গবেষণা ও পারস্পরিক সহযোগিতার বিষয়টি আমাদের গভীরভাবে অনুধাবন করতে শিখিয়েছেন। বোসের বৈজ্ঞানিক দর্শন ও শক্তিশালী মূল্যবোধকে ধারন করে গবেষণা পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি উপাচার্য আহ্বান জানান।


অধ্যাপক ড. তনুশ্রী সাহা দাশগুপ্ত মূল প্রবন্ধে বিজ্ঞানী সতেন্দ্রনাথ বসুর জন্ম, শিক্ষা, কর্মজীবন, গবেষণা, স্বীকৃতি ও সম্মাননা, কোয়ান্টাম পরিসংখ্যান ও বোস-আইনস্টাইন তত্ত্বসহ নানা দিক বিস্তারিতভাবে তুলে ধরেন।


বিবার্তা/সাইদুল/এসএফ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com