
লিবিয়ার বেনগাজিতে এক বাংলাদেশী নার্সকে গণধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার এমনটিই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্যা লিবিয়ান অবজারভার।
প্রতিবেদনে বলা হয়, বুধবার তার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে হত্যাকাণ্ডের শিকার ওই বাংলাদেশী নারীর নাম প্রকাশ করা হয়নি। লিবিয়ার রেডক্রিসেন্ট পরিচালিত ইবনে সিনা পলিক্লিনিক নামে একটি হাসপাতালে কর্মরত ওই নারী বেনগাজির তাবাল্লিনো জেলার একটি ফ্ল্যাটে থাকতেন।
লিবিয়া অবজারভার জানায়, বুধবার ওই নারী তার কর্মস্থলে যাননি। মোবাইল ফোন বন্ধ পেয়ে সহকর্মীরা বিকেলে তার বাসায় যায়। বাসায় ঢোকার পর তারা ওই নারীর মৃতদেহ দেখতে পান।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে তারা জানান, দুর্বৃত্তরা ওই নারীকে প্রথমে গণধর্ষণ করে, পরে ছুরিকাঘাতে হত্যা করে ঘরে থাকা জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে ইবনেসিনা পরিক্লিনিক কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিবার্তা/জ্যামি/নিশি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]