
সুনামগঞ্জের মধ্যনগরে পানিতে ডুবে মনসুর আলম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
১০ জুলাই, বুধবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মনাই নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।
মনসুর আলম বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশিকুন্ডা গ্রামের মৃত আ. শহিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনসুর আলমের বসতবাড়ি সংলগ্ন দক্ষিণ দিকে মনাই নদীতে গোসল করতে যায়। পরে বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে আনুমানিক দুইটা ৪০ মিনিটের সময় মনাই নদীর ঘাটের নীচ হতে ভিকটিমের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, ভুক্তভোগী মৃগী রোগে আক্রান্ত ছিল। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।
বিবার্তা/শহীদুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]