নন্দীগ্রামে আ.লীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩৬ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫০
নন্দীগ্রামে আ.লীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩৬ জনের বিরুদ্ধে মামলা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের নাম উল্লেখসহ ১১১ জন এবং অজ্ঞাত ২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর স্কুল মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন।


সমাবেশ শেষ হওয়ার পরপরই দুর্বৃত্তরা বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে দুই ছাত্রদল নেতা আহত হন।


এ ঘটনায় রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে ওয়ার্ড বিএনপির সভাপতি উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাস গ্রামের শফিকুল ইসলাম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে পৌর এলাকার ঢাকইর গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলামকে গ্রেফতার করে।


এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, আমরা খুব তাড়াতাড়ি আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করছি।


নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন বলেন, ককটেল বিস্ফোরণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/মনির/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com