প্রত্যেকটি হত্যার বিচার হবে: সৈয়দ এমরান সালেহ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ১৯:১৮
প্রত্যেকটি হত্যার বিচার হবে: সৈয়দ এমরান সালেহ
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে ঘটে যাওয়া প্রত্যেকটি হত্যার বিচার হবে, প্রত্যেকটি গুলির বিচার হবে এবং এটা আন্তর্জাতিক মানদণ্ডে বিচার হবে। আপনারা দেখেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতে ঢাকায় মামলা হয়েছে।


১৬ আগস্ট, শুক্রবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝরাকুড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সারদুল আশিস সৌরভের কবর জিয়ারতের পর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথাগুলো বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।


এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা তার সঙ্গে ছিলেন।


সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘আমরা প্রতিদিনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করছি, তাদের পরিবারের সঙ্গে দেখা করছি। এখানে যেতে যেতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। আমাদের মানসিক অবস্থা ভালো না, এতো লাশ, এতো আহাজারি এটা আমাদের মনকে আসলে অন্যরকম করে দিয়েছে। তাদেরকে সমবেদনা জানানোর ভাষা আমাদের নাই।’


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মৃতি ধরে রাখতে ও তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বশক্তি দিয়ে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব।


এর আগে ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া বাজারে এক পথসভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলী। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচ‚ড়া গ্রামের শাহাদাত হোসেন ও আশরাফুল ইসলামের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর এ যুগ্ম মহাসচিব।


বিবার্তা/মনির/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com