
দেশের চলমান সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট, বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইদ মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মাহাদী হাসান সানিসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় সব ধরনের সহিংসতা বন্ধে সকল রাজনৈতিক দলের সহযোগিতার আহ্বান জানান বক্তারা।
বিবার্তা/ওসমান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]