যমুনার ভাঙ্গনে বিলীন হচ্ছে চিনাডুলী বসতভিটা
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ২০:৫১
যমুনার ভাঙ্গনে বিলীন হচ্ছে চিনাডুলী বসতভিটা
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যমুনা হ্রাস বৃদ্ধির সাথে সাথে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের পশ্চিম বাবনা যমুনা নদীর বামতীর বাঁধে তীব্র ভাঙন শুরু হয়েছে।


চলতি বন্যা মৌসুমে যমুনার পানি হ্রাস বৃদ্ধির সাথে সাথে যমুনা নদীর বামতীর বাঁধের পশ্চিম বাবনা সরকার বাড়ি, ঝান্টিবাড়ী এক কিলোমিটার এলাকার ভাঙ্গনে কবলে পড়ে দিশেহারা হয়ে যমুনা পাড়ের মানুষ নির্ঘুম রাত কাটছে।


ভাঙ্গনের হুমকির মুখে ইসলামপুর চিনাডুলী পশ্চিম বাবনা এলাকার তাহাজুল সরকার, মালেক, জব্বার, জিয়াউল হক, বেটারী,নজরুল মেম্বার, শাহজাহান সরকার, চিনি সরকারসহ এলাকার শতাধিক বসতভিটা ও ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।


যমুনার পানি স্রোতের চাপে পানি উন্নয়ন বোর্ড'র (পাউবো) সাড়ে চারশত কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনা তীর সংরক্ষণ প্রকল্পের উপর নির্মিত ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কাবিটা প্রকল্পের ২ কোটি টাকার ব্যয়ে মাটির বাঁধ কাম রাস্তা ঝুঁকির মধ্যে রয়েছে।


ভাঙন কবলিত যমুনা পাড়ের এলাকাবাসী জানান, যমুনার ঘূর্ণয়মান স্রোতের চাপে বাঁধের নিচে মাটি সরে গিয়ে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের পুরাতন পাইলিং ও কাবিটা প্রকল্পের ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ যমুনা গর্ভে বিলীন হচ্ছে। মঙ্গলবার থেকে আবারও ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড থেকে বালির বস্তুা ডাম্পিং করা হলেও ভাঙন অব্যাহত রয়েছে।


ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত তাহাজুল সরকার, জুবায়ের হোসেন, শিপরা ও সোহাগীসহ এলাকাবাসী জরুরি নদী ভাঙন রোধসহ স্থায়ীভাবে যমুনার বামতীর উঁচু করে বাঁধ কাম রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।


এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালামও জানান, গুঠাই থেকে উলিয়া পর্যন্ত স্থায়ীভাবে যমুনা বামতীরে একটি উঁচু করে বাঁধ কাম রাস্তা নির্মাণ করা হলে যমুনা নদী ভাঙন রোধসহ হাজার হাজার একর ফসলি জমি অকাল বন্যা মুক্ত হবে। নদী ভাঙা মানুষ আবার তাদর বসতি গড়ে তুলবে।


ইসলামপুর গুঠাইল থেকে উলিয়া পর্যন্ত যমুনা বামতীর সংরক্ষণে নতুন করে প্রকল্প নেওয়া হবে কিনা এ ব্যাপারে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, সমীক্ষা চলছে, 'যমুনা নদীর বামতীর সমন্বিত পানি ব্যবস্থাপনা ফেজ -১" একটি শীর্ষক প্রকল্প চলমান রয়েছে। স্টাডির আলোকে কোন প্রস্তাব আসলে তা অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/ওসমান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com