সরিষাবাড়ীতে বিএনপির শান্তি সম্প্রীতির মিছিল
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১৯:০০
সরিষাবাড়ীতে বিএনপির শান্তি সম্প্রীতির মিছিল
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ীতে শান্তি প্রতিষ্ঠা ও বিশৃঙ্খলা না করার জন্য সম্প্রীতির লক্ষ্যে মানুষকে সুশৃঙ্খল পরিবেশে নিয়ে আসতে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


১৩ আগস্ট, মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে এ শান্তি মিছিল বের হয়।


সরিষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে পৌরসভা, হাসপাতাল, রেলস্টেশন, মডেল মসজিদ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।


এসময় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান, মামুন অর রশিদ ফকির, আশরাফ আলী ফকির, পোগলদিঘা ইউনিয়ন বিএনপি নেতা মনিরুজ্জামান আদমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এসময় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম বলেন, শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে এ মিছিল। শান্তি, শৃঙ্খলা, ও সম্প্রীতি বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি। সন্ত্রাস, দুর্নীতি ও নৈরাজ্য মুক্ত বাংলাদেশ গড়তে হবে। এসময় দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।


বিবার্তা/মনির/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com