
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২১ মে) সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ।
এতে আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৮৬২ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান (দোয়াত কলম) পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট। অপর প্রার্থী এইচ এম খায়রুল বাসার (ঘোড়া) পেয়েছেন ১০ হাজার ৮২ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. সোহেল রানা (পালকি)। তার প্রাপ্ত ভোট ৪২ হাজার ৫০৬। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নিলুফা ইয়াছমিন (হাঁস)। তার প্রাপ্ত ভোট ৪১ হাজার ৩৮০।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাংবাদিক জহিরুল হুদা লিটন (চশমা) ২৯ হাজার ২৩ ভোট, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন (টিউবওয়েল) ১৯ হাজার ২৩ ভোট ও হারুন অর রশিদ পবিত্র (মাইক) ১৮ হাজার ৩২০ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি (প্রজাপতি) ২১ হাজার ৯৩৩ ভোট, পরশমনি (ফুটবল) ১৭ হাজার ৬৭১ ভোট দিলুয়ারা আক্তার দিলু (পদ্মফুল) ১২ হাজার ৩২৪ ভোট, তাসলিমা ইয়াসমিন কলি (কলস) ১০ হাজার ৯০১ ভোট ও মোছা. ফেরদৌসি নাসরিন (বৈদ্যুতিক পাখা) ৫ হাজার ৫৯৭ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাকিল আহমেদ রাত ১১ টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- এ উপজেলা ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ৯৫টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৯ হাজার ৯৪৮ জন। নির্বাচনে প্রদত্ত ভোটের শতকরা হার প্রায় ৪১%।
বিবার্তা/হুমায়ুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]