
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেরপুরে দুইদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে।
‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে ১১ মে, শনিবার সকালে শেরপুর-১ আসনের সাংসদ আলহাজ ছানুয়ার হোসেন ছানু এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি উদ্যানের বিজয় মঞ্চে ‘৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড’ চলবে আগামীকাল পর্যন্ত।
এসময় বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা করুনা দাস কারুয়ার সঞ্চালনায় জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. ছানুয়ার হোসেন ছানু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব -উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মো. মনিরুল হাসান, শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য ও শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, অনলাইন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষের দিকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ জেলা পর্যায়ে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রায় ৩০টি প্রযুক্তি বিষয়ের স্টল পরিদর্শন করেছেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]