
চাকরি জাতীয়করণের দাবিতে চুয়াডাঙ্গায় আনসার সদস্যরা বিক্ষোভ করেছেন। এসময় তারা চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
২৫ আগস্ট, রবিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে এ বিক্ষোভ করেন তারা।
রবিবার সকাল থেকে জেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পাসপোর্ট অফিস, বিভিন্ন ব্যাংক, বিদ্যুৎকেন্দ্রসহ সরকারি-বেসরকারি অফিসে পদায়িত ১৯২ জন সাধারণ আনসার সদস্য বাহিনীর পোশাক পরে দলে দলে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের সামনে জড়ো হন।
এ সময় আনসার সদস্যরা বলেন, আমরা অস্ত্রধারী প্রশিক্ষিত আনসার সদস্যরা সরকারি-বেসরকারি স্থাপনা ও দফতরে সশস্ত্র পাহারা দিয়ে আসছি। গত ৫ আগস্টের পর সারাদেশে সব স্থাপনা ও থানা পাহারা দেওয়াসহ ট্রাফিকের দায়িত্ব পালন করেছি।
তারা বলেন, আমরা পুলিশ বা ব্যাটালিয়ান আনসারদের সঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করি। কিন্তু আমরা নানা বৈষম্যের শিকার হচ্ছি। দীর্ঘদিন আমাদের চাকরি জাতীয়করণ করা হয় না। এখন আমরা জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছি।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী বলেন, চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা চুয়াডাঙ্গাসহ সারাদেশে আন্দোলন করছে। ইতোমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনা করেছেন। আমরা চাই জাতীয়করণসহ যৌক্তিক দাবিগুলোর অতিদ্রুত সমাধান হোক একইসাথে বাহিনীর সদস্যরা দায়িত্বে ফিরে যাক।
বিবার্তা/আসিম/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]