শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়ল কুয়েত এয়ারের প্লেনের দরজা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১০:১০
শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়ল কুয়েত এয়ারের প্লেনের দরজা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি প্লেনের দরজা ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। কুয়েত এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ মডেলের এই প্লেনটি কুয়েত থেকে ঢাকায় এসে পৌঁছেছিল।


৬ নভেম্বর, বুধবার রাত ২টা ২০ মিনিটে বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গেলে কেইউ-২৮৩ ফ্লাইটটির দরজা ভেঙে যায়।


বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, যাত্রীদের ফ্লাইট থেকে নামার পর প্লেনের দরজা ভেঙে যায়। তবে, ওই সময় প্লেনটির ভেতরে কোনো যাত্রী ছিল না, শুধু পাইলট ও কেবিন ক্রু ছিলেন। ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন কুয়েতের নাগরিক আজবালি মোহাম্মদ।


জানা গেছে, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়। এসময় প্লেনটির ভেতরে শুধুমাত্র পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন। রাত পৌনে ৩টার দিকে ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল প্লেনটির।


কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণে কুয়েতগামী যাত্রীরা বিমানবন্দরের ওয়েটিং লাউঞ্জে অবস্থান করছেন। তাদের হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এছাড়াও যাদের কুয়েত থেকে কানেক্টিং ফ্লাইট ছিল তাদের বিনামূল্যে স্ব স্ব গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।


বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, সাধারণত প্লেনে যখন যাত্রী বা লোড থাকে প্লেনের অবস্থান কিছুটা নিচের দিকে চেপে থাকে। যাত্রী নামার পর প্লেনের লোড কমে গেলে প্লেন কিছুটা উপরে উঠে যায়। এই ফ্লাইটের যাত্রী নেমে যাওয়ার পর প্লেন কিছুটা উপরের দিকে উঠে তবে বোর্ডিং ব্রিজ নিচেই ছিল। ফলে ব্রিজের সঙ্গে লেগে প্লেনের দরজা পুরোপুরি ভেঙে যায়।


এক প্রত্যক্ষদর্শী জানান, সাধারণত প্লেন যখন যাত্রী বা লোড নিয়ে থাকে, তখন প্লেনটি কিছুটা নিচের দিকে চেপে থাকে। যাত্রী নামার পর লোড কমে গেলে প্লেন কিছুটা উপরে উঠে যায়। কিন্তু, এই ফ্লাইটে যাত্রী নামার পর বোর্ডিং ব্রিজের অবস্থান নিচে ছিল, ফলে ব্রিজের সঙ্গে লাগিয়ে প্লেনের দরজা ভেঙে যায়। তিনি আরও বলেন, প্লেন এবং বোর্ডিং ব্রিজের মধ্যে সাধারণত একটি গ্যাপ থাকতে হয়, কিন্তু এই ফ্লাইটের সঙ্গে ব্রিজটি সরাসরি যুক্ত ছিল।


এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই এবং বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com