
জাল টাকা এবং বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ সাইদুল ইসলাম সাগর (২৯) নামে একজনকে আটক করেছে র্যাব-১। শুক্রবার (৭ জুন) রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
৮ জুন, শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) ও সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
তিনি জানান, ভাটারায় একটি চক্র মাদক ক্রয়-বিক্রয়সহ জাল টাকা তৈরি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে পূর্ব ভাটারার ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের দোকানের সামনে পাকা রাস্তা উপর অভিযান চালানো হয়। এসময় জালনোট তৈরি ও মাদক কারবারিকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি ২৩৪ ক্যান (৭৭ লিটার) বিয়ার, ৯৬ হাজার বাংলাদেশি জাল টাকা, ১টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার এবং নগদ- ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর র্যাবকে জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে জাল টাকা এবং মাদক কারবারের সাথে জড়িত। উদ্ধারকৃত বিয়ার, জাল টাকা ও আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]