
রাজধানীর খিলক্ষেত কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বেশ কয়েকটি ভাঙারি দোকান।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে ৪টি ইউনিটি গিয়ে সকাল সোয়া ৬টায় তা নিয়ন্ত্রণে আনে।
তবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]