শিরোনাম
চানখারপুলে দুই গাড়ির চাপায় যুবকের মৃত্যু
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩
চানখারপুলে দুই গাড়ির চাপায় যুবকের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর চানখারপুলে দুই গাড়ির চাপায় মিলন (২৫বছর) বয়সী এক যুবক নিহত হয়েছে।


মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব‍্যরত চিকিৎসক দিনগত রাত সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা নিহতের ওস্তাদ ট্রাক চালক মো: আসাদুল ইসলাম জানান, রাতে আমি চানখারপুলে ট্রাকটিকে পেছনের দিকে যাওয়ার জন‍্য ট্রাকের হেলপার (নিহত) মিলনকে বললে, তার সংকেতে আমি ট্র্যাকটি পিছনের দিকে নিয়ে গেলে একটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ‍্যানের সাথে তার বুকে চাপ খায় পরে তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।


তিনি আরও বলেন, নিহতের সম্পূর্ণ পরিচয় আমার জানা নাই। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়, এবং সে আমার ট্রাকে আমার সহকারী হিসেবে কাজ করতো।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ মর্গে রাখা আছে।


বিবার্তা/বুলবুল/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com