
রাজধানীর গুলিস্তানের জিপিও জিরো পয়েন্টে ট্রাকেন ধাক্কায় আকরাম হোসেন (৩০) বছর বয়সি এক যুবক নিহত হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, রাতে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে খবর পেয়ে গুলিস্তান ( জি পি ও) জিরো পয়েন্ট ঘটনাস্থলে যাই। সেখানে এক যুবককে পরে থাকতে দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, ওই যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। এলাকার লোকজনদের সঙ্গে কথা বলে জানতে পারি সে ভবঘুরে প্রকৃতির ছিল। রাতে জিরো পয়েন্টে ওই যুবককে একটি ট্রাক চাপা দিয়ে চালক দ্রুত ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
আমরা গাড়িটি সনাক্তের চেষ্টা করছি। সিআইডির) ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট -এর মাধ্যমে তার পরিচয় সনাক্ত করার জন্য। মরদেহ ময়নাতদন্তের ঢামেক জরুরি বিভাগ জন্য মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]