হাজারীবাগে প্রেমিকার সাথে অভিমান করে প্রেমিকের আত্নহত‍্যা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৩
হাজারীবাগে প্রেমিকার সাথে অভিমান করে প্রেমিকের আত্নহত‍্যা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর হাজারীবাগের কাজিরবাগে প্রেমিকার সঙ্গে অভিমান করে কিটনাশক পান করে মোঃ আসিফ (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে।


মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) সকালের দিকে এই আত্মহত্যার ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার দুলাভাই জুয়েল হাসান জানান, আমার শ্যালক বুটিকের কারখানায় কাজ করতো, বেশ কিছুদিন ধরে অনিকা নামে এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গোড়ে উঠে। আজ সকালের দিকে তার প্রেমিকার সঙ্গে মোবাইলফোনে কথা কাটাকাটি হয়, এরই জের ধরে নিজ ঘরে গিয়ে কীটনাশক পান করে। পরে সে অসুস্থ হয়ে পরলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরো বলেন ,আসিফের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার, বেগমগঞ্জ থানার কুতুবপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। বর্তমানে, হাজারীবাগের কাজিরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতো সে।


ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি হাজারীবাগ থানাকে অবগত করা হয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com