‘ফেসবুকে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৮
‘ফেসবুকে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সারাদেশে মাদকের মতো ফেসবুকে আসক্তিও এখন ভয়াবহ। প্রাত্যহিক কাজ ভুলে ব্যস্ত থাকছে ফেসবুকে। যা চিন্তাশীল প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু এর রয়েছে ইতিবাচক দিক।


সেই ইতিবাচক দিক নিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর, শুক্রবার দ্যা বাংলাদেশ এন্টি-ড্রাগ ফেডারেশনের আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সহযোগীতায় দিনব্যাপী এ কর্মশালার মিডিয়া পার্টনার- সময় জার্নাল, ইভেন্ট ‘এফবি’।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।


দিনব্যাপী আয়োজনে যা যা থাকছে-
*ক্যারিয়ার কাউন্সিলিং এবং ক্যরিয়ার গাইড লাইন
* মাদকে কেন আসক্ত হয় এবং পরিত্রাণের উপায়
* ডোপ টেস্ট কি এবং কেন জরুরী,
* ইন্টারনেট আসক্তি এবং রক্ষার উপায়


জমজমাট আয়োজনে অংশ নিতে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফি- ১০০ টাকা।রেজিস্ট্রেশন চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।
রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScXDLF8VPWG55LsdxREPFQYt5EMHVfspshlpeyA8Vbduu31Aw/viewform?vc=0&c=0&w=1&flr=0


রেজিস্ট্রেশন ফি জমাদানের নাম্বার: 01995321710 (বিকাশ)- রেফারেন্সে অংশগ্রহণকারীর নাম দিতে হবে।


দিনব্যাপী কর্মশালায় অংশ নিলে যা যা পাচ্ছেন-
১. গিফট সহ ব্যাগ
২. সকালের নাস্তা
৪. দুপুরের খাবার
৫. বিকালের নাস্তা
৬. সার্টিফিকেট
৭. প্রতেক সেশন শেষে ইনসট্যান্ট কুইজ বিজয়ীদের জন্য সারপ্রাইজ গিফট


প্রয়োজনে যোগাযোগ : ০১৯৯৫৩২১৭১০


চতুর্থ শিল্পবিপ্লবের যুগে এগিয়ে যাবার নানান বিষয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলবেন। মতামত জানাবেন সবাই মিলে কিভাবে এগিয়ে যাওয়া যায়।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com