রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২১ সদস্য গ্রেফতার
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১১:২৩
রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২১ সদস্য গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ২১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১। রবিবার সন্ধ্যা থে‌কে র‌্যাব-১ এর ৬টি পৃথক দল গুলশান, বনানী, বাড্ডা, ভাটারা, আবদুল্লাহপুর এবং উত্তরা এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেফতার করে।


র‌্যাব বল‌ছে, পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু সংঘবদ্ধ ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। ঈদুল আযহা উপলক্ষ্যে ‌বি‌ভিন্ন হাটে কোরবানির পশু ‌কিন‌তে নগদ টাকা নিয়ে যাতায়াত বৃদ্ধি পাওয়ার সুযোগে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র নিরীহ পথচারীদের সর্বস্ব ছিনতাই করছে।


ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জন জীবন অতিষ্ঠ করে তুলছে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করে। প‌রে অভিযান চা‌লি‌য়ে চ‌ক্রের ২১ সদস‌্যকে গ্রেফতার ক‌রে।


গ্রেফতারকৃতদের কাছ থে‌কে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১৯টি চাকু, ২টি খুর ও ৭টি মোবাইল ফোন, ৭টি সীমকার্ড এবং নগদ ৩৯০ টাকা জব্দ করা হয়ে‌ছে।


র‌্যাব-১ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএস‌পি‌ মো. পারভেজ রানা ব‌লেন, গ্রেপ্তারকৃত‌দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com