
রাজধানীর কাপ্তান বাজার ওয়ারী সুইপার কলোনিতে আগুনের ঘটনায় নারীসহ দগ্ধ ৭ ।
২৭ মার্চ (সোমবার) রাত ৩ টা ২০ মিনিটে ওয়ারী থানাধীন জয়কালী মন্দির সংলগ্ন হানিফ ফ্লাইওভারের নিচে সুইপার কলোনিতে এ দূর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, দগ্ধ অবস্থায় ৪ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলেন --
১) রাজু বসাক (৩৬) দগ্ধ ১০% ,
২) কান্তা(৬০), দগ্ধ ১০%
৩) গীতারানী দে(৬৫), দগ্ধ ০১%,
৪) আফজাল(৫২) দগ্ধ সামান্য
একই ঘটনায় তিনজনকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল বার্নে নিয়ে আসা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধরা হলেন-
৫) কৃষ্ণ (০৭) দগ্ধ ০৭%
৬) শান্তি (২৭) দগ্ধ ১০%
৭) লক্ষ্মণ (০৩) ০৫%
রাত ৩টা ২০ মিনিটে খবর পায় ফায়ার সার্ভিন। পরে ৭ টি ইউনিটের চেষ্টায় ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ধারণা করছে সিগারেটের আগুন অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি মুরগির দোকানও। আগুনে ফ্লাইওভার ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তাও পরীক্ষা করে দেখা হবে বলে জানান তারা।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]