
রাজধানীর শ্যামপুর থানাধীন ফরিদাবাদে ট্রাক চাপায় মোহাম্মদ কোরবান আলী (৩০) নামে এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছে।
১৮ মার্চ, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার এসআই নুরুজ্জামান বি বার্তাকে বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিলে চিকিৎসক রাত আড়াই টায় তাকে মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরো বলেন, মোটরসাইকেলে চালকসহ তিনজন ছিলেন। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]