গুলশানে অগ্নিকাণ্ড: নিহত ১, জীবিত উদ্ধার ২২
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৬
গুলশানে অগ্নিকাণ্ড: নিহত ১, জীবিত উদ্ধার ২২
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গুলশান-২ এর একটি ১২তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১ জন মারা মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আর জীবিত উদ্ধার করা হয়েছে ২২ জন। এর মধ্যে পুরুষ ৯, নারী ১২ ও শিশু ১।


রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত ঘটে।


আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুরুতর আহত হয়েছেন শিশুসহ ৪ জন।


পুলিশ জানিয়েছে, ভবনের বিভিন্ন তলায় আটকা পড়েছেন অনেকে। প্রাণ বাঁচাতে এরই মধ্যে ভবনের ১১তলা থেকে লাফ দিয়েছেন কয়েকজন। আহত ব্যক্তিদের হাসপাতালে নেয়া হয়েছে।


ক্রমেই ভবনটির আগুন ছড়িয়ে পড়ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তর সিটির (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।


ইতোমধ্যে মৃত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।


আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছেন বিমান বাহিনীর সদস্যরাও। গুলশান লেকের পানি ব্যবহার করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।


ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আনুমানিক ৩০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ ঢামেকে আনা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মেডিকেলের মর্গে রাখা হয়েছে।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ১২তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com