
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ১১০ নম্বর ওয়ার্ড নার্সিং স্টেশনের পাশে বাথরুমের বারান্দা থেকে এক অজ্ঞাতনামা শারীরিক প্রতিবন্ধী (১০) এক শিশুকে উদ্ধার করেছে হাসপাতাল ক্যাম্প পুলিশ ও আনসার সদস্যরা।
বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নির্দেশে ভর্তি করা হয়। ওয়াড মাস্টার জিল্লুর রহমানের রেফারেন্সে ২০৮ নং শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয়।
ঢামেকে ডিউটিরত আনসার সদস্য (এপিসি) জামাল উদ্দিন বিবার্তাকে বলেন, দুপুর থেকে শিশুটি আমাদের নজরে পড়ে বার বার ঘুরে দেখি তার জন্য কেউ আসছেনা। এই প্রতিবন্ধী শিশুকে কে বা কারা ফেলে রেখে চলে যায়।
বিষয়টি রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়াকে বললে ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক তার নির্দেশে তাৎক্ষণিক ভাবে অজ্ঞাত নামা প্রতিবন্ধী শিশুকে ২০৮ নং শিশু ভর্তি করা হয়।
বিবার্তা/বুলবুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]