
লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার (২৬ আগস্ট) ভোররাতে লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে ঠান্ডাজনিত কারণে স্ট্রোক করে তিনি মারা গেছেন।
আব্দুল মালেক সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় লোকজন জানান, রবিবার (২৫ আগস্ট) বিকেলে মালেকসহ তার পরিবার আশ্রয়কেন্দ্রে আসেন। রাতে বৃষ্টি ছিল। আব্দুল মালেক অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন। এতে ঠান্ডাজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। সোমবার ভোররাতে তিনি মারা যান।
মালেকের বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন মুন্না তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়িতে পানি। এজন্য আমরা আশ্রয়ণকেন্দ্রে এসেছি। ধারণা করা হচ্ছে ঠান্ডাজনিত কারণেই আমার বাবা মারা গেছেন।
বিবার্তা/সুমন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]