খাগড়াছড়িতে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ১২:৫৭
খাগড়াছড়িতে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রামগড়ের পাতাছড়া ও রাঙামাটিতে ধর্ষণের চেষ্টার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।


পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


২৪ আগস্ট, শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের মহাজন পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক ঘুরে চেঙ্গি এস্কয়ারে গিয়ে সমাবেশে করে।


পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ চাকমার সঞ্চালনায় সভাপতি মৃণাল চাকমা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা (ঝিমিট)।


এছাড়াও এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমতি বিকাশ চাকমা ও সাধারণ শিক্ষার্থী কৃপায়ন ত্রিপুরা প্রমুখ।


বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে একের পর এক নারী ধর্ষণ, ধর্ষণের চেষ্টার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীরা ইভটিজিং, ধর্ষণসহ হত্যা শিকার হচ্ছে বলে অভিযোগ তোলেন বক্তারা।


এছাড়া, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ধীরগতি, ১৯০০ সালের রেগুলেটরি আইন বাতিলের ষড়যন্ত্র ও মৌলিক অধিকার বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পাহাড়ের অশান্তি সৃষ্টিকারী ধর্ষকদের বিচারের দাবি, সারাদেশে নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা।


বিবার্তা/আল-মামুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com