রামুতে ৫ কোটি টাকার আইসসহ গ্রেফতার ১
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১৯:১৬
রামুতে ৫ কোটি টাকার আইসসহ গ্রেফতার ১
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের রামুতে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার আইসের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। এসময় রিদওয়ান (১৯) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।


২১ আগস্ট, বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।


এর আগে, মঙ্গলবার (২০ আগস্ট) এই অভিযান চালানো হয়। গ্রেফতার রিদওয়ান উখিয়ার মরিচ্যার বক্তাতলীর ছালেহ আহমদের ছেলে।


বিজিবি জানায়, রামু মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি টহলদল কর্তৃক চেকপোস্ট হতে ৪০০ মিটার দক্ষিণ দিকে ব্রিজের ওপর একটি সন্দেহজনক ইজিবাইক থামানো হয়। এসময় চালক মো. রিদওয়ানকে সন্দেহ করা হলে তার কাছে অবৈধ কোনো মালামাল আছে কি না জিজ্ঞাসা করা হলে অস্বীকার করে। পরবর্তীতে তল্লাশি করে তার পায়ের সঙ্গে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিকে ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com