
বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ছাত্র ও জন সাধারণের উপর হামলার ঘটনায় আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিনসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে বিবাদী করে মামলা দায়ের করা হয়েছে।
হামলার ঘটনায় আহত মোহামুদুল হাসান বাদী হয়ে ১৯ আগস্ট, সোমবার বিকালে লামা থানায় মামলাটি দায়ের করেন। মোহামুদুল হাসান আজিজনগর ইউনিয়নের উত্তরপাড়ার বাসিন্দা আবদুর শুক্কুরের ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত রবিবার (১৮ আগস্ট) বিকাল ২টা থেকে ৩ টার সময় চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এলাকায় প্রভাব বিস্তার করার জন্য বহিরাগত অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জন সন্ত্রাসী বাহিনী ধারালো দাঁ, কিরিচ, রামদা ও দেশীয় অস্ত্রসহ ভাড়া করে আনেন। পরে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আজিজনগর ইউনিয়নে চেয়ারম্যান পাড়াস্থ ইউনিয়ন পরিষদের সামনের মাঠে বৈষম্যবিরোধী ছাত্র ও এলাকার জন সাধারণকে দেখতে পেয়ে অতর্কিত এলোপাতাড়ি মারধর করতে থাকে। চেয়ারম্যান জসিম উদ্দিনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের পেটুয়া বাহিনী জনসাধারণ ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় বলেও মামলায় উল্লেখ করা হয়।
এতে স্থানীয় মো. মোহামুদুল হাসান (২০), মো. সামিন (১৮), মো. মহিম উদ্দিন (২০), কোরবান আলী (১৮), মিজানুর রহমান (২৮), মাহামুদুল হক মাহি(২৫), আবুল খায়েরসহ (৪৫) অনেকেই আহত হয়। হামলায় ঘটনায় মামলা মোকদ্দমা করলে শিক্ষার্থী ও জন সাধারণকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেন হামলাকারীরা।
এ বিষয়ে অভিযুক্ত আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সহ ১২০ জনের বিরুদ্ধে মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ১৮ আগস্টের ঘটনায় মোহামুদুল হাসান বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/আরমান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]