
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।
১৬ আগস্ট, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কলাতলী বিচে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আতহার নূর কায়েম (১৭) উখিয়া উপজেলার বালুখালী এলাকার বশির আহমেদের ছেলে।
পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী শফিউল করিম বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি হাওয়ায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে আসে কায়েম। ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায় সে। বিষয়টি আমাদের জানালে তাৎক্ষণিক সি লাইফ গার্ড নিয়ে আমরা উদ্ধারের কাজে নামি। এখনো উদ্ধার কার্যক্রম চলমান। তবে তার সন্ধান মেলেনি।
নিখোঁজ আতহার নূর কায়েমের বাবা বশির আহমেদ গণমাধ্যমকে বলেন, আমরা সবাই ঘুমে ছিলাম। আমার অজান্তেই ছেলে ঘুম থেকে উঠে সমুদ্র চলে আসে। ঘুম থেকে উঠে শুনি আমার ছেলে সাগরে ভেসে গেছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]