শিরোনাম
এবার বিআইটিআইডিতে করোনা পরীক্ষা শুরু
প্রকাশ : ২৫ মার্চ ২০২০, ১৯:১৫
এবার বিআইটিআইডিতে করোনা পরীক্ষা শুরু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পর চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) প্রাণঘাতী করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে।


বুধবার (২৫ মার্চ) প্রথমদিন বিআইটিআইডিতে তিনজনের পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) এসব পরীক্ষার রিপোর্ট আইইডিসিআরে পাঠাবে বিআইটিআইডি।


বিআইটিআইডি মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. শাকিল আহমেদ জানিয়েছেন, এখন থেকে চট্টগ্রামে করোনাভাইরাস নির্ণয়ে পরীক্ষা হলেও তার রিপোর্ট আইইডিসিআর থেকে প্রকাশ করা হবে।


তিনি বলেন, আজকে আমরা দুইজন পুরুষ ও একজন নারীর রক্তের নমুনা সংগ্রহ করেছি। আমরা রিপোর্ট তৈরি করে ফলাফল আইইডিসিআর পাঠাবো। সেখান থেকে প্রকাশ করা হবে করোনাভাইরাস পজেটিভ নাকি নেগেটিভ।


তিনি আরো বলেন, আমরা গতকাল মঙ্গলবার পর্যন্ত বিআইটিআইডি থেকে মোট ১৭ জনের রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠাই। এরমধ্যে যে ১৫টি রিপোর্ট হাতে পেয়েছি সবগুলো নেগেটিভ পাওয়া গেছে। দুইটি রিপোর্ট এখনো আসেনি। চট্টগ্রামে এখনো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com