শিরোনাম
মালবাহী ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২০, ১২:২০
মালবাহী ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা নগরীতে মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।


পুলিশ ও আহতরা জানান, বুধবার সকাল পৌনে ৭টায় শহরে প্রবেশের পথে একটি সিএনজি শাসনগাছা রেলওয়ে ক্রসিং অতিক্রমকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনার (মালবাহী) ট্রেনের মুখে পড়লে তা প্রায় ১০০ মিটার দূরে নিয়ে যায়।


গুরুতর আহতাবস্থায় সিএনজিচালক ও তিন যাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সিএনজিযাত্রী ফরিদ মুন্সিকে (৭০) মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতরা হলেন- তার স্ত্রী পেয়ারা বেগম (৫৫) ও মেয়ে আঁখি আক্তার (১৬) ও নিহতের ভাগিনা সিএনজিচালক রাকিবুল (৩০)।


আহতরা জানান, নিহত ফরিদ মুন্সি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ও ডাক্তার দেখানোর জন্য কুমিল্লায় আসছিলেন। তার বাড়ি জেলার দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামে।


কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন সিরাজী বলেন, ঢাকাগামী একটি মালবাহী ট্রেন শাসনগাছা রেলওয়ে লেভেল ক্রসিং অতিক্রমের সময় একটি সিএনজি রাস্তা পাড়াপাড় করতে গেলে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা আহত চারজনকে কুমেক হাসপাতালে পাঠাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।


তিনি আরো বলেন, নিহতরা ডাক্তার দেখানোর জন্য দেবিদ্বার থেকে কুমিল্লায় আসেন। দুর্ঘটনার পর পুলিশ দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি সরিয়ে নেয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com