
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় সেনাবাহিনীর গাড়ি উল্টে পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হাড়িসর্দার এলাকায় এ দুঘর্টনা ঘটে। আহত সেনা সদস্যদের উদ্ধার করে কুমিল্লা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, সকালে সোহাগ পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেনাবাহিনীর একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে সেনাবাহিনীর গাড়িটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গেলে পাঁচ সেনা সদস্য আহত হন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, বাসটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিবার্তা/নাজিম/লিয়ন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]