
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে এক কেজি ২০০ গ্রাম গান পাউডার ও আটটি ককটেলসহ লাভলী বেগম (৩৩) নামে এক নারীকে আটক করেছে র্যাব।শনিবার সকাল সাড়ে ৮টায় হিলি রেলওয়ে এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি মধ্য বাসুদেবপুর এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের কমান্ডার মেজর মাহমুদ হোসেন জানান, অস্ত্র ও গুলি মজুদ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাভলী বেগমের ঘর থেকে গান পাউডার ও ককটেল পাওয়া যায়।
তিনি জানান, লাভলী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। পরে তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হবে।
বিবার্তা/শাহী/নাজিম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]