
বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের চাপায় আলী মণ্ডল (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের ধুনটমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী মণ্ডল ওই উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ভান্ডার কাফুরা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধুনটমোড় এলাকায় আলী মণ্ডল রাস্তা পার হচ্ছিলেন এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে। তিনি ঘটনাস্থলেই মারা যান।
শেরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
বিবার্তা/নাজিম/লিয়ন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]