
দিনাজপুরের খানসামায় গাঁজা সেবনের দায়ে মো. হাবিবর রহমান (২৫) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেবুর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডদেশ প্রাপ্ত ময়নাল হোসেন পাশের জেলা পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার ছলিমনগর গ্রামের মৃত আবাদি ইসলামের ছেলে।
খানসামা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নূর ইসলাম জানান, সোমবার রাতে ইউএনও সাজেবুর রহমানের নেতৃত্বে খানসামা জিয়া সেতুর পশ্চিম পাড়ে অভিযান চালানো হয়। এসময় প্রকাশ্যে গাঁজা সেবনের ময়নালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক।
বিবার্তা/নাজিম/লিয়ন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]