সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন তিন সদস্যকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।মঙ্গলবার ভোর রাতে তাদের আটক করা হয়।
ডিবির তথ্য অনুযায়ী, আটক হওয়ার ব্যক্তিরা হলেন- সানাউল্লাহ, লিয়াকত উল্লাহ ও বরকত উল্লাহ। তারা পরস্পর সহোদর। তাদের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। বাবার নাম আবু বকর সিদ্দিক।
সিরাজগঞ্জ ডিবির ওসি ওয়াহেদুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জেএমবির ওই তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
বিবার্তা/নাজিম/লিয়ন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]