
নওগাঁ জেলার আত্রাইয়ে ডোবা থেকে সাধন আলী (৩৫) নামে এক শাপলা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আত্রাই স্টেশনের পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাধন উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সাধন শাপলা ব্যবসায়ী ছিলেন। এলাকার বিভিন্ন ডোবা থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো সোমবার বিকেলেও তিনি শাপলা তুলতে যায় স্টেশনের পাশের ডোবাতে। সাধন রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। সকালে ডোবাতে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে থানা পুলিশে খরব দেয়।
আত্রাই থানার ওসি বদরুদ্দোজা জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।
বিবার্তা/জেমি/জিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]