শিরোনাম
আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে চারজন আটক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ০৩:৫৮
আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে চারজন আটক
আশুলিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চাপাতি ও ছুরিসহ দেশীয় কিছু অস্ত্র জব্দ করা হয়।



সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। চার ডাকাত হলেন- বিষু, মামুন, সেলিম ও দুলাল।



এ বিষয়ে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এফ এম সায়েদ জানান, রাতে জামগড়া থেকে চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী বিষুকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে বিশমাইল এলাকা থেকে মামুন, সেলিম ও দুলালকে আটক করা হয়। তারা বাস ডাকাতি, ছিনতাই ও পকেটমারসহ নানা অপারাধের সঙ্গে জড়িত বলে জানান এ এফ এম সায়েদ।



এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।



বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com