সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমামুল হক রাসেলকে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সোমবার দিনগত রাত ১০টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের সায়েন্তানগর গ্রামের গোরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযা শেষে রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন চবি ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপু ও উপজেলা আওয়ামী লীগের নেতারা। এসময় ফেনীর দাগনভূঁঞা উপজেলা ও সেনবাগ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সোমবার সকাল ৮টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কে দাগনভুঁঞার বেকের বাজার সংলগ্ন আমিরগাঁও এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন রাসেল। তিনি মোটরসাইকেলযোগে আমিরগাঁও পৌঁছালে তার বাহনটিকে ধাক্কা দেয় একটি ট্রাক।
বিবার্তা/ইফতি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]