দিনাজপুরের খানসামায় অভিযান চালিয়ে হত-দরিদ্রদের জন্য বরাদ্দ করা স্বল্প মূল্যের ৮ বস্তা চালসহ এক ডিলারকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা নিবার্হি অফিসার মো:সাজেবুর রহমান অভিযান চালিয়ে পুলিন চন্দ্র রায় নামে এই ডিলারকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার মো: সাজেবুর রহমান।
খানসামা থানা সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ৫ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি ও স্বল্প মূল্যে চাল বিক্রির স্থানীয় ডিলার পুলিন চন্দ্র রায়ের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পুলিনের বাড়ি থেকে স্বল্প মূল্যের ৮ বস্তা চলা উদ্ধার করা হয়। এ সময় ডিলার পুলিন চন্দ্রকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
খানসামা উপজেলা নির্বাহি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক পুলিন চন্দ্রের ডিলারশিপ বাতিল করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/সাকিব/পলাশ/ইফতি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]