দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় শিক্ষকদের কথায় কর্ণপাত না করেই বাল্য বিয়ে দেয়া হচ্ছে মাদ্রাসা ছাত্রী মরজিনাকে।আগামী শুক্রবার এই মাদ্রাসাছাত্রীর বিয়ের দিন নির্ধারণ করেছে তার অভিভাবক।
জানা গেছে, নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের মবার আলীর মেয়ে নশরতপুর রহমানিয়া বালিকা দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়ুয়া মরজিনার সাথে একই গ্রামের হামিদুল হকের ছেলে আনোয়ার হোসেনের বিয়ে ঠিক হয়। আগামী শুক্রবার পারিবাকিভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। এজন্য মেয়ে পক্ষ আত্মীয়স্বজনদের দাওয়াত দেয়া হয়েছে।
এ ব্যাপারে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে মাদ্রাসার শিক্ষকরা তার পিতামাতাকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত জানান। কিন্তু তার পিতামাতা তাদের কথার কোন কর্ণপাত করেননি।
বাল্য বিয়ের বিষয়টি মাদ্রাসার শিক্ষকরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে মৌখিকভাবেও জানিয়েছেন।
উল্লেখ্য ৫ম শ্রেণির সার্টিফিকেট অনুযায়ী মরজিনার জন্ম ২০০২ সালের ১৩ আগস্ট। সার্টিফিকেট অনুযায়ী বর্তমানে মরজিনার বয়স ১৪ বছর।
বিবার্তা/মিজান/পলাশ/ইফতি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]