
বাগেরহাটের মোড়েলগঞ্জে অসৎ উপায় অবলম্বন ও সরকাকারি কাজে বাঁধা দেয়ার মামলায় আবু সালেহ খান নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সাগর কুমার সেনের দায়ের করা মামলায় সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু সালেহ খান বারইখালি হাজি ইব্রাহিম স্মৃতি দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক ও মোড়েলগঞ্জ পৌরসভার কাঠালতলা গ্রামের আবু সাইদ খানের ছেলে।
অভিযোগে বলা হয়, আবু সালেহ সোমবার বিকেল ৩টার দিকে ইউনিয়ন ভূমি অফিসে ঢুকে জোরপূর্বক ০২নং তলবকারি রেজিস্টারে একটি প্রতিষ্ঠানের নাম লাল কালি দিয়ে কেটে দেয়। বিষয়টি তৎক্ষণিক সবার নজরে আসলে অফিসের লোকজন আবু সালেহকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বিবার্তা/রাজী/পলাশ/ইফতি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]