দুর্গা পূজা সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে ত্রিশাল থানা। সোমবার বিকেলে ত্রিশাল থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সানন্দে পূজা উদযাপন করতে পারে, সেদিকে লক্ষ রেখে সব পূজা মণ্ডপে তদারকি করবে উপজেলা প্রশাসন।
তিনি জানান, এবার ত্রিশাল উপজেলায় ৬৪টি মণ্ডপে পূজা উদযাপিত হবে। দুর্গা পূজা উৎসবের জন্য ত্রিশালে আইনশৃংখলা বাহিনী বিশেষ তৎপরতা অব্যাহত রাখবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ মোবাইল টিম কাজ করবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর রায়, থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ সেলিম।
বিবার্তা/নোমান/পলাশ/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]