শিরোনাম
যশোরে যুবকের লাশ উদ্ধার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৬, ২২:০৬
যশোরে যুবকের লাশ উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের কেশবপুর উপজেলায় আতাউর রহমান (২৫) নামে এক যুবককে লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মাছের ঘেরের পাড় থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।


নিহত আতাউর রহমান উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা মনোহরনগর গ্রামের বাবুর আলীর ছেলে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আতাউর রহমান বিকেলে ঘাস কাটতে বাড়ির বাহিরে যায়। সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান না পেয়ে ভাই মিন্টু সরদার তার খোঁজে নামেন। মিন্টু সরদার পাথরঘাটা বিলের আব্দুর রাজ্জাক সরদারের মাছের ঘেরের পাড়ে পৌঁছালে রক্তাক্ত অবস্থায় আতাউরের লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।


এ ব্যাপারে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বলেন, রাজ্জাকের ঘেরের পাড়ে আতাউরের রক্তাক্ত লাশ পাওয়া গেছে। তবে কি কারণে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে কিছুই জানা যায়নি।


কেশবপুর থানা ওসি সহিদুল ইসলাম সহিদ জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সকালে লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হবে।


বিবার্তা/তুহিন/পলাশ/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com