
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকরা সব ‘মিথ্যা মামলা’ ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
সোমবার জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
রেল স্টেশন এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. তোফাজ্জেল হোসেন মিয়া, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন গাজী, জেলা বিএনপির সহ-সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ।
এ সময় রাজবাড়ী জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম পিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান ঝন্টু, সাবেক সভাপতি মো. ফরিদ শাহ্ আলম, জেলা বাস্তুহারা দলের সভাপতি মহব্বত হোসেন খোকন, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১র সভাপতি খোন্দকার নূরুল নেওয়াজসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিবার্তা/শিহাব/জেমি/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]